হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে ট্রাক উল্টে যুবক নিহত, আহত ৪ 

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার ভোটমারী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ওমর আলী (৩০)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আদর্শপাড়া এলাকার মো. লুতফর রহমানের ছেলে।

আহতরা হলেন—নূরমোহাম্মদ (১৮), মামুনুর রশিদ (৩০), সাইফুল ইসলাম (১৭) ও ইয়াকুব আলী (২০)। তাঁরা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাইপবোঝাই একটি ট্রাক উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের পেছনে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। চারজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিদর্শক বলেন, ঘটনাস্থল থেকে চালক ও সহকারী উভয়ে পলিয়ে যান।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত