হোম > সারা দেশ > নীলফামারী

ভোটের আগেই নিজেকে এমপি দাবি জাপা প্রার্থীর, ২ প্রার্থীর অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ভোটের আগেই নিজেকে সংসদ সদস্য (এমপি) দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মো. আহসান আদেলুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে গত শনিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষের বরাবর লিখিত এ অভিযোগ দিয়েছেন ওই আসনের দুই প্রার্থীর।

স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন (ট্রাক) ও জাসদ প্রার্থী আজিজুল হক (মশাল) এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, এই আসনের লাঙল প্রতীকের প্রার্থী আহসান আদেলুর রহমান প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে ভোটের আগেই নিজেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন। যা নির্বাচনের পরিবেশ ব্যাহত ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ফলে সাধারণ ভোটাররা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে। এ বিষয়ে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান অভিযোগকারীরা।

অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন বলেন, ‘এ আসনে লাঙলের প্রার্থী নির্বাচনের আগে নিজেকে বিজয়ী বলে বিভিন্নভাবে বলে বেড়াচ্ছেন। আমরা এর প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে আদেলুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তিনি বারবার ফোন কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ