হোম > সারা দেশ > রংপুর

বিচ্ছেদের পর বিয়ের দাবিতে সাবেক স্বামীর ভাইয়ের বাড়িতে গৃহবধূর অবস্থান

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

বিচ্ছেদের পর ৯ বছরের শিশুসন্তানকে নিয়ে বিয়ের দাবিতে সাত দিন ধরে সাবেক স্বামীর ভাইয়ের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে তিনি নিতুন মিয়ার বাড়িতে অবস্থানে আছেন। রংপুরের বদরগঞ্জ পৌর শহরের এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।

আজ বুধবার বিকেলে সরেজমিন দেখা যায়, নিতুনের বাড়ির প্রধান ফটকের সামনে একটি বিছানা পেতে সন্তানকে নিয়ে বসে আছেন ওই গৃহবধূ।

এ সময় ওই গৃহবধূ বলেন, ‘ওর (নিতুন) কারণে আমার সুখের সংসার ভেঙেছে। আমি ওকেই বিয়ে করতে চাই। এ কারণে ও যতক্ষণ আমাকে বিয়ে করবে না, ততক্ষণ আমি এখান থেকে উঠব না।’

আব্দুল হক নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ‘বিয়ের দাবিতে এই গৃহবধূ সাত দিন ধরে তীব্র ঠান্ডায় সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে আছেন। থানাও কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে পারিবারিকভাবে বদরগঞ্জ পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মোস্তাফিজারের সঙ্গে তাঁর বিয়ে হয়। ৯ বছর আগে তাঁদের ঘরে এক ছেলেসন্তান জন্ম নেয়। তাঁদের সংসার ভালোই চলছিল। অভিযোগ উঠেছে, এর মধ্যে বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন মোস্তাফিজারের ছোট ভাই নিতুন মিয়া। বিভিন্ন সময়ে ওই গৃহবধূর মোবাইল ফোনে আপত্তিকর খুদে বার্তা পাঠাতেন তিনি। বিষয়টি জানতে পারেন স্বামী। পরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে তা বিবাহবিচ্ছেদে রূপ নেয়।

এ বিষয়ে জানতে চাইলে নিতুন মিয়া বলেন, ‘স্বাভাবিকভাবে দুই বছর আগে ভাই-ভাবির বিবাহ বিচ্ছেদ হয়। ভাবির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। তিনি আমার চেয়ে ১০ বছরের বড়। বিচ্ছেদের দুই বছর পর হয়তো তিনি কারও ইন্ধনে আমার বাড়িতে এসেছেন।’

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ