হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, তিন যাত্রী নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে দুমড়েমুচড়ে যায়।

নিহত ব্যক্তিরা হলেন জেলার পাটগ্রাম উপজেলার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৩৬), একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মো. মিজান (২০) ও রংপুরের দর্শনা এলাকার মুন্নি বেগম (৪০)।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি লালমনিরহাট-বুড়িমারী সড়ক দিয়ে কাকিনা রেলস্টেশন থেকে কাকিনা-মহিপুর হয়ে রংপুরের দিকে যাচ্ছিল। কাকিনা ইউনিয়নের কবি শেখ ফজলল করিমের স্মৃতি কলম এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় প্রায় এক ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। অটোরিকশায় চালকসহ ছয়জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় চালকসহ তিনজন বেঁচে গেছেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে দুজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছেন। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ