হোম > সারা দেশ > দিনাজপুর

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার(এসপি) মো. মারুফাত হুসাইন।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে এসপি মো. মারুফাত হুসাইন বলেন, ‘দিনাজপুরের সকল পুলিশকে আগামী দুই মাসের সময় দিয়েছি। এর মধ্যে সকলে নিজেকে সংশোধন করে নেবেন। অন্যথায় এ জেলায় থাকতে পারবেন না।’

বর্তমানে এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমি যদি আগামী ৬ মাস এ জেলায় থাকি, তাহলে প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তার করা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. নজরুল ইসলাম ফতে, ইউপি চেয়ারম্যান ও কুশদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ারুল আজিম, উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

আরও খবর পড়ুন:

তারেক রহমানের কাছে যা চাইলেন আবু সাঈদের বাবা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মঞ্চ প্রস্তুত, দলে দলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

লাঙ্গল-নৌকার আসনে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

কাউনিয়ায় ‘ভুয়া মামলায়’ ঋণগ্রহীতাকে হয়রানির অভিযোগ

আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার—বললেন জাপা প্রার্থী

রংপুরে হত্যার মামলায় ৪ আসামির যাবজ্জীবন

নির্বাচনকে ঘিরে দেশে দুটি পক্ষ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আরেকটি বিপক্ষে: আখতার হোসেন

গণপিটুনিতে নিহত রূপলালের স্ত্রী ও ছেলেকে আসামিদের হুমকি, থানায় অভিযোগ

রূপলাল-প্রদীপ লাল হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার