হোম > সারা দেশ > লালমনিরহাট

অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় দহগ্রাম সীমান্তে আটক দুই

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে ভারত ফেরত দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তিরা কাজের সন্ধানে দুই মাস আগে অবৈধভাবে ভারতে যায়। কাজ শেষে দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে একইভাবে দেশে ফেরার সময় তাদের আটক করা হয়। আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদেরকে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি আজকের পত্রিকাকে জানায়, শুক্রবার রাত চারটায় সীমান্তের ডিএএমপি ১ নম্বর পিলার ও ০৩ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নের ৩’শ গজ ভেতরে ডাঙাপাড়া এলাকায় দুই ব্যক্তি প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জনমেইজা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মমিন মিয়া (৪২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসিম উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩১)।

আঙ্গরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসায় পাসপোর্ট অমান্য আইনে বিজিবি বাদী হয়ে মামলা দিয়েছে। পাটগ্রাম থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়েছে।’

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার জাহাবুল ইসলাম বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করায় আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে দুই ব্যক্তিকে থানায় দেওয়া হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ