নীলফামারীর কিশোরগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় উজ্জল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কেল্লা বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক নয়ানখাল দোলাপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক মোটরসাইকেল নিয়ে ছোট ভাইয়ের বিয়ের বাজার করার উদ্দেশ্যে তারাগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়ে। এ সময় ট্রাক্টরটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি ট্রাক্টর আটক করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’