হোম > সারা দেশ > দিনাজপুর

ভ্যানে অন্যত্র নেওয়ার সময় ৩৯ বস্তা টিসিবি পণ্য আটক করলেন স্থানীয়রা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বিরলে আটক করা টিসিবি পণ্য। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ ভ্যানে করে অন্যত্র পরিবহনের সময় পথিমধ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৩৩ বস্তা চাল ও ৬ বস্তা ডাল স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া মোড়ে এই ঘটনা ঘটে।

বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের সাহিরুল, শুকদেবপুর গ্রামের পারভেজ ও দারইল গ্রামের শাহিনুর ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে দুটি ভ্যান ও একটি অটোরিকশায় করে টিসিবির পণ্য বহনের সময় ঢেরাপাটিয়া মোড়ে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তাঁরা ভ্যানগুলো আটক করে চালকদের পণ্যের বিষয়ে জিজ্ঞেস করেন।

ভ্যান চালকেরা স্থানীয়দের জানান, ধামইর ইউপি কার্যালয় থেকে ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু ও সংরক্ষিত সদস্য হারেছা বেগম ৩০ কেজি করে ওজনের ৩৩ বস্তা চাল ও ৫০ কেজি করে ওজনের ছয় বস্তা মসুর ডাল ইউপির কার্যালয় থেকে ঢেরাপাটিয়ায় নিয়ে আসার জন্য তাঁদেরকে ভাড়া নিয়েছেন।

টিসিবির পণ্য পরিবহন করা ভ্যান ও অটোচালকেরা হলেন ধামইর গ্রামের আইজুল (চিকু) ও একই গ্রামের রাশিদুল এবং গোবিন্দপুর মেহেরবাগ (খেড়বাড়ি) গ্রামের ফয়জুল ইসলাম। তাঁরা ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমের নির্দেশে মালামালগুলো পরিবহন করেছেন বলে জানান।

এ বিষয়ে টিসিবির ডিলার ইশতেকার হোসেন লিমন বলেন, টিসিবি পণ্য বিতরণের সময় অনেকে অনুপস্থিত থাকেন। তাঁদের মধ্যে বিতরণের জন্য চাল-ডাল সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও হারেছা বেগমকে দিয়ে দিয়েছি। এ বিষয়ে তাঁরা বলতে পারবেন।

দিনাজপুরের বিরলে আটক করা টিসিবি পণ্য। ছবি: আজকের পত্রিকা

ডিলার ইশতেকার বলেন, গত দুদিন ধরে পণ্য বিতরণ করা হচ্ছে। এবার তেল না থাকায় শুধু চাল ও ডাল অনেকে নিতে না আসায় ইউপি সদস্যদের মাধ্যমে পণ্যগুলো বিতরণ করা হয়েছে। ইউনিয়নে টিসিবির মোট সুফলভোগী ২ হাজার ৮২৪ জন।

ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দিপু বলেন, ডিলারের পয়েন্টে অনুপস্থিত থাকা উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য এসব চাল-ডাল আমার ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল রোববার বিতরণ করা হবে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার মোবাইল ফোনে কল করা হয়। তবে তিনি কল ধরেননি।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ