হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার ছেলে নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শফিকুর রহমান পাভেল (৩৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ আকন্দের ছেলে। গত শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। তাঁর বাসা বল্লমঝড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়। 

নিখোঁজ পাভেলের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে গত রোববার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

পরিবারের সূত্রে জানা যায়, পাভেল প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশেই দোকানে চা খেতে বের হন। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। তিনি অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পরিবার। 

পাভেলের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ছোট ভাই নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে, আমি রোববার বাদী হয়ে সদর থানায় একটি জিডি করি। দুই দিন অতিবাহিত হলেও পাভেলের খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক থানায় বলেন, জিডি করা হয়েছে। তাঁকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ