হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার ছেলে নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় শফিকুর রহমান পাভেল (৩৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ আকন্দের ছেলে। গত শনিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। তাঁর বাসা বল্লমঝড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়। 

নিখোঁজ পাভেলের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল বাদী হয়ে গত রোববার গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

পরিবারের সূত্রে জানা যায়, পাভেল প্রতিদিনের মতো গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পাশেই দোকানে চা খেতে বের হন। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। তিনি অপহরণের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পরিবার। 

পাভেলের বড় ভাই বেলাল ইউসুফ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ছোট ভাই নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে, আমি রোববার বাদী হয়ে সদর থানায় একটি জিডি করি। দুই দিন অতিবাহিত হলেও পাভেলের খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। 

গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক থানায় বলেন, জিডি করা হয়েছে। তাঁকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ