হোম > সারা দেশ > গাইবান্ধা

হত্যা মামলায় গ্রেপ্তার ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্র। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে হত্যা মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও জামায়াত কর্মী হত্যা মামলার ৩৪ নম্বর আসামি।

শ্যামল চন্দ্র তাঁর ইংরেজি বাক্য ব্যবহারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছিলেন। ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিলাক্স’ তাঁর জনপ্রিয় বাক্যগুলোর মধ্যে অন্যতম।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেন। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজাহারনামীয় ৩৪ নম্বর আসামি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় সাড়ে ১০ বছর পর নিহতের ভাই এসএম শাহজাহান কবির মামলা করেন। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিসহ ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে আসামি করা হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ