হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল বিঘ্ন, আটকা আড়াই শতাধিক যাত্রী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির চারটি উড়োজাহাজ অবতরণ করেনি। আজ সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট অবতরণ না করায় ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। 

বিমানবন্দরের সূত্র মতে, ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা থেকে উড্ডয়ন করেনি ৪টি উড়োজাহাজ। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী ওইসব ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। 

সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের সূত্র মতে, আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে রানওয়েতে দৃষ্টিসীমা দাঁড়ায় ৬০০ মিটার। 

উড়োজাহাজ অবতরণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা থাকা প্রয়োজন ২০০০ মিটার। ফলে বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলা ও নভোএয়ারের চারটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা কম থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। তবে এখন ঘন কুয়াশা কেটে যাচ্ছে, তাই ১-২ ঘণ্টার মধ্যে উড়োজাহাজ চলাচলের উপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ