হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ চলাচল বিঘ্ন, আটকা আড়াই শতাধিক যাত্রী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বাংলাদেশ বিমানসহ বেসরকারি কোম্পানির চারটি উড়োজাহাজ অবতরণ করেনি। আজ সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফ্লাইট অবতরণ না করায় ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। 

বিমানবন্দরের সূত্র মতে, ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা থেকে উড্ডয়ন করেনি ৪টি উড়োজাহাজ। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী ওইসব ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। 

সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের সূত্র মতে, আজ সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। দুপুর ১২টায় তা বেড়ে রানওয়েতে দৃষ্টিসীমা দাঁড়ায় ৬০০ মিটার। 

উড়োজাহাজ অবতরণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা থাকা প্রয়োজন ২০০০ মিটার। ফলে বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলা ও নভোএয়ারের চারটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা কম থাকায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। তবে এখন ঘন কুয়াশা কেটে যাচ্ছে, তাই ১-২ ঘণ্টার মধ্যে উড়োজাহাজ চলাচলের উপযোগী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত