হোম > সারা দেশ > নীলফামারী

স্বামীর সঙ্গে বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষিকা সুফিয়ার

নীলফামারী প্রতিনিধি

বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষিকা সুফিয়া বেগমের (৪২)। স্বামীর মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাথরবাহী ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। আজ বৃহস্পতিবার নীলফামারী-জলঢাকা সড়কের সিংদই বসুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত সুফিয়া বেগম সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্বামী আব্দুল হাই একই এলাকার কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক। দুজনে মোটরসাইকেলে যাতায়াত করেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর প্রতিদিনের মতো স্বামীর মোটরসাইকেলে করে শহরের বাসায় ফিরছিলেন এই দম্পতি। বিকেল সাড়ে ৪টার দিকে শহরের অদূরে ইটাখোলা গ্রামে পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাথর বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫৭৪০)। 

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম। গুরুতর আহত অবস্থায় আব্দুল হাইকে উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় কচুকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল রউফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত সুফিয়া বেগম কচুকাটা ইউনিয়নের দুহুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামী একই এলাকার কচুকাটা উত্তরপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষক। দুজনের শিক্ষাপ্রতিষ্ঠান একই এলাকায় হওয়ায় তারা শহরের ইটাখোলা বাসা থেকে প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করেন।’ 

ওসি তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। আহত মোটরসাইকেলের চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইনগত কার্যক্রম চলমান আছে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ