হোম > সারা দেশ > রংপুর

রংপুরে জিএম কাদের–রাঙ্গাপন্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে জাপার নেতা–কর্মীদের সঙ্গে দলের আরেক নেতা মসিউর রহমান রাঙ্গার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটান ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর মালিক ও শ্রমিকেরা ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ায় রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকেরা। একই সঙ্গে রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় পদে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।

মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ রাঙ্গাপন্থীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেন। পরে মিছিল নিয়ে ফেরার পথে জিএম কাদের বিরোধী বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় দৈনিক দাবানল মোড়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভের ব্যাপারে জাতীয় পার্টির সহসভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান বলেন, ‘আমরা আজ জিএম কাদের কুশপুত্তলিকা দাহ করেছি। মসিউর রহমান রাঙ্গা সাহেবকে দলে ফিরিয়ে নিতে হবে। তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁর অব্যাহতি আমরা মানছি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গা সাহেবকে দলে বহাল করতে হবে। নইলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন করা হবে।’

এদিকে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়া প্রসঙ্গে জানতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু