হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে জলাশয়ে ভাসছিল বৃদ্ধার মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের একটি জলাশয় থেকে জমিলা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকাল ৭টার দিকে শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ির পাশের রেলওয়ে কলোনি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে করা হয়। 

নিহত জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, সকালে রেলওয়ের ওই জলাশয়ের পানিতে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তাঁর মরদেহ তুলে বাড়িতে নিয়ে যান। 

জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁরা সকালে এলাকায় খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের কাছে শুনে সেখানে গিয়ে তার মায়ের মরদেহ শনাক্ত করেন। পরে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ