ফুলবাড়ীতে আগুনে পুড়ে আহত সোমা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ।
শিশু সোমা খাতুন উপজেলার সদর ইউনিয়নের বছরের খামার গ্ৰামের শামীম পোদ্দারের মেয়ে।
শিশুটির পরিবার বলছে, গত ১১ মার্চ সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলার সময় প্রতিবেশী আশরাফুল হকের উঠোনে যায়। এ সময় উঠোনের চুলায় রান্নার কাজ চলছিল। রাঁধুনি রান্নার সরঞ্জাম আনতে পাশে চলে গেলে শিশুটি সকলের অগোচরে রান্না করা গরম ডালের মধ্যে পড়ে যায়। এ সময় তার দুই হাতের কবজি ও পায়ের হাঁটু পর্যন্ত পুড়ে রায়। পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় কবিরাজি চিকিৎসা করানো হয়। গত ৪ এপ্রিল তার হাত, পা ফুলে শরীর ফ্যাকাশে হয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় বাড়ি নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
সোমবার জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।