দিনাজপুরে ফুলবাড়ীতে কয়েক যুগ ধরেই চলে আসছে বউ মেলা। আর এই মেলা শুধু নামে নয়, প্রতি বছর লক্ষ্মীপূজার পর দিনব্যাপী বসা এই মেলায় শুধু নারীদেরই অংশগ্রহণ। ক্রেতা হিসেবে এ মেলায় পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
আজ রোববার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে পূজার পরের দিন, দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। নারী বিক্রেতার পাশাপাশি পুরুষ বিক্রেতা থাকলেও এ মেলায় শুধু নারীরাই কেনাকাটা করতে পারেন। মেলায় পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে এ মেলার প্রচার করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে চলে মেলার প্রস্তুতি। দুপুর গড়িয়ে বিকেল হতেই শিশু থেকে শুরু করে নানা বয়সের নারীরা মেলায় ভিড় জমাতে থাকে। মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনী বিক্রি হলেও এবার স্থান পেয়েছে ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প, মৃৎশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।
মেলার আয়োজক ও সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় শতবর্ষ ধরে লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতি বছর এই বউমেলার আয়োজন করা হচ্ছে। এর আগে স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন শুরু করেন। এরপর থেকে তাদের পরবর্তী প্রজন্ম এ মেলার আয়োজন করে আসছে।’