হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা ইমামের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা মসজিদের ইমাম কারি মো. আবুল হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর আজ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত সোমবার সকালে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ি গ্রামে গলা কেটে আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি ওই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মক্তবের শিক্ষক এবং মাদ্রাসাসংলগ্ন তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।

নিহতের স্বজনেরা জানান, ঘটনার দিন সকালে বাড়ি থেকে সাইকেলে মক্তবে যাচ্ছিলেন আবুল হোসেন। নীলফামারী-ডোমার সড়কের তরণীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্ত তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মশিয়ুর রহমান বলেন, আবুল হোসেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন।

 এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ