হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা ইমামের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপিয়ে জখম করা মসজিদের ইমাম কারি মো. আবুল হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর আজ শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত সোমবার সকালে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ি গ্রামে গলা কেটে আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি ওই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মক্তবের শিক্ষক এবং মাদ্রাসাসংলগ্ন তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ছিলেন তিনি।

নিহতের স্বজনেরা জানান, ঘটনার দিন সকালে বাড়ি থেকে সাইকেলে মক্তবে যাচ্ছিলেন আবুল হোসেন। নীলফামারী-ডোমার সড়কের তরণীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্ত তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মশিয়ুর রহমান বলেন, আবুল হোসেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন।

 এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ