হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়া উপজেলা: এনআইডি হারানোর মাশুল বাবদই ৯ মাসে আয় ২৬ লাখ টাকা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণে গত নয় মাসে আগের এনআইডি কার্ড হারানোর মাশুল বাবদই আয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। 

উপজেলা নির্বাচন কার্যালয়ে সূত্রে জানা গেছে, এ বছরের ১০ জানুয়ারি থেকে মাঠপর্যায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। নির্দিষ্ট সময়ে মাঠপর্যায় বিতরণে পর এখন উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতি সপ্তাহের রোববার ও বুধবার বিতরণ করা হচ্ছে। নিজ নামে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে আসা ব্যক্তিকে আগের এনআইডি কার্ড জমা দিতে হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয়। 

যারা আগে এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের নিয়ম অনুযায়ী চালানের মাধ্যমে নির্ধারিত কোডে সোনালী ব্যাংকে ভ্যাটসহ ৩৪৫ টাকা জমা দিতে হয়। জমাকৃত চালানের কপি জমা দিয়ে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হয়। 

উপজেলায় ১০ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার ৪৬৪টি স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭২১টি স্মার্ট কার্ড বিতরণ হয়। এ সময়ের মধ্যে ৭ হাজার ৪৯৭ জন আগের এনআইডি হারানোর মাশুল বাবদ প্রত্যেকে ভ্যাটসহ ৩৪৫ টাকা হারে ব্যাংকে জমা দেন। সে হিসাবে এই নয় মাসে এ বাবদ আদায় হয়েছে ২৫ লাখ ৮৬ হাজার ৪৬৫ টাকা। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হক বলেন, ‘স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে হলে ব্যক্তিকে তাঁর আগের আইডি কার্ডটি জমা দিতে হবে। যারা আগের আইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাঁদের সরকারি নিয়ম মোতাবেক ফি ও ভ্যাট আলাদা কোডে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমাকৃত অর্থের কপি জমা দিয়ে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করতে হয়। সে নিয়মে এ অর্থ জমা হয়েছে। এ অর্থে আমাদের হাত দেওয়ার সুযোগ নেই, এটা সরকারের রাজস্ব আদায়।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা