হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার মামলায় শফিকুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভিমলপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক শফিকুল মিয়া উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগমকে পাশের কিসমত লালপুর গ্রামের মনসুর আলী ধর্ম মেয়ে বানায়। সেই সুবাদে হোসনেয়ারা বেগম তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মনসুর আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে হোসনেয়ারা পরকীয়া করতেন বলে সন্দেহ করে আসছিল স্বামী শফিকুল মিয়া। এতে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

তখন হোসনেয়ারা বেগম শফিকুল মিয়াকে তালাক দিয়ে দুলাল মিয়ার বাড়িতে চলে যায়। এতে দুলাল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শফিকুল মিয়া। এর জের ধরে গত ২৫ অক্টোবর দুলাল মিয়াকে ছুরিকাঘাত করে শফিকুল মিয়া। এ ঘটনায় দুলাল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার পিতা মনসুর মিয়া বাদী হয়ে ২৮ অক্টোবর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর থেকে শফিকুল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের করে শফিকুল মিয়ার অবস্থান নির্ণয় করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ