হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার মামলায় শফিকুল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভিমলপুর গ্রামে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক শফিকুল মিয়া উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগমকে পাশের কিসমত লালপুর গ্রামের মনসুর আলী ধর্ম মেয়ে বানায়। সেই সুবাদে হোসনেয়ারা বেগম তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মনসুর আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে হোসনেয়ারা পরকীয়া করতেন বলে সন্দেহ করে আসছিল স্বামী শফিকুল মিয়া। এতে পারিবারিক কলহ সৃষ্টি হয়।

তখন হোসনেয়ারা বেগম শফিকুল মিয়াকে তালাক দিয়ে দুলাল মিয়ার বাড়িতে চলে যায়। এতে দুলাল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শফিকুল মিয়া। এর জের ধরে গত ২৫ অক্টোবর দুলাল মিয়াকে ছুরিকাঘাত করে শফিকুল মিয়া। এ ঘটনায় দুলাল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার পিতা মনসুর মিয়া বাদী হয়ে ২৮ অক্টোবর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর থেকে শফিকুল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের করে শফিকুল মিয়ার অবস্থান নির্ণয় করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড