হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে বিএনপির পদযাত্রায় কাফনের কাপড় পরে নেতা-কর্মীরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

দিনাজপুরে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা। ওই কর্মসূচি সফল করার জন্য নীলফামারীর সৈয়দপুরে পদযাত্রা ও পথসভা করেছে দলটি। আজ মঙ্গলবার বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে অনেক নেতা-কর্মী কাফনের কাপড় পরে অংশ নেন। 

সৈয়দপুরে পদযাত্রায় অংশ নেন সৈয়দপুর জেলা, কিশোরগঞ্জ উপজেলা এবং সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতিদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। 

সরেজমিনে জানা গেছে, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘোরে। পরে শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় অনেক নেতা-কর্মী কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। নীলফামারীর এএসপি সাইফুল ইসলামের নেতৃত্বে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ শতাধিক পুলিশ সদস্য সভাস্থল ঘিরে রাখেন। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহিন আক্তার। 

বক্তব্য দেন জেলা কমিটির জ্যেষ্ঠ নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, জেলা ছাত্রদলের সভাপতি হোসেন মুহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ