হোম > সারা দেশ > রংপুর

মুখে কালো কাপড় বেঁধে দাঁড়ালেন নার্সিং শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি

মুখে কালো কাপড় বেঁধে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রংপুরের নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন নার্সিং শিক্ষার্থীরা। এতে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা ক্লিনিক্যাল প্র্যাকটিস ইন্টারশিপ বর্জন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিপ্লোমায় ভর্তি হতে হয়। তিন বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসির সমমান মর্যাদা দেওয়া হচ্ছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবি তোলেন তাঁরা।

শিক্ষার্থী ফিরোজ আহমেদ বলেন, ‘আমরা দুবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। কিন্তু তারা কোনো আশ্বাস দেয়নি। আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি। ওনারা শুধু সময় চান। লিখিত আকারে কোনো সিদ্ধান্ত দেন না। এ কারণে আমরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করছি। ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ আরেক শিক্ষার্থী কামরুন্নাহার কণা বলেন, ‘এইচএসসি পাস করার পর নার্সিং ডিপ্লোমা ভর্তি হয়েছি। তিন বছর ডিপ্লোমা শেষে এইচএসসির সমমান দেওয়া হচ্ছে। তাহলে আমার এই তিন বছর কোথায় হারিয়ে গেল। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দিতে হবে। তা না হলে রাজপথে নামতে আমরা বাধ্য হব।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ