রংপুরের পীরগাছায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে তুষার ইমরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের সহযোগিতায় গতকাল মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
গ্রেপ্তারকৃত তুষার ইমরান ধর্ষণের ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
জানা গেছে, গত ২৮ জুলাই উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে তুষার ইমরান (১৮) ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলে বাড়িতে নিয়ে যান। এরপর তাঁর বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন ছুটে আসে। পরে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে গ্রামে কয়েক বার দেনদরবার করা হলেও সমাধান মেলেনি। এ দিকে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। পরে গত রোববার রাতে এ বিষয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা।