হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে মুঠোফোনে গেমস খেলতে মানা করায় শিশুর আত্মহত্যা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে সৌরভ (১০) নামের এক শিশু শয়ন ঘরের বাঁশের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বায়ানেরটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ (১০) স্থানীয় স্কুলশিক্ষক বিমল রায়ের ছেলে।

এলাকার লোকজন ও সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘শিক্ষক বিমল রায়ের এক ছেলে এক মেয়ে। ছেলে সৌরভ রায় (১০) বড় ও মেয়ে তমা রানি (৮) ছোট। বিমল রায় নিজের প্রয়োজনে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলেন। সৌরভ মাঝে মধ্যে বাবার ফোন নিয়ে গেমস খেলতো। গত মঙ্গলবার সৌরভ ও তাঁর ছোট বোন তমা রানির মধ্যে বাবার মুঠোফোন নিয়ে কাড়াকাড়ির একপর্যায়ে পাকার মেঝেতে পরে গ্লাস ভেঙে যায়। বাবা বিমল রায় রাগ দেখিয়ে সৌরভের হাত থেকে মুঠোফোনটি কেড়ে নেন।

এতে অভিমান করে আজ সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ শয়ন ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর মা অনিতা রানি ছেলেকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ লাশ সৌরভের মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘ওই ঘটনায় থানায় অপ মৃত্যুর মামলা হয়েছে। গ্রামবাসীর কাছে ঘটনাটি শুনে মরদেহের সৎকারে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের এখনই সচেতন হওয়া উচিত যাতে শিশুরা মুঠোফোনে গেমস না খেলে।’

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন