হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে মুঠোফোনে গেমস খেলতে মানা করায় শিশুর আত্মহত্যা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে সৌরভ (১০) নামের এক শিশু শয়ন ঘরের বাঁশের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বায়ানেরটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ (১০) স্থানীয় স্কুলশিক্ষক বিমল রায়ের ছেলে।

এলাকার লোকজন ও সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘শিক্ষক বিমল রায়ের এক ছেলে এক মেয়ে। ছেলে সৌরভ রায় (১০) বড় ও মেয়ে তমা রানি (৮) ছোট। বিমল রায় নিজের প্রয়োজনে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলেন। সৌরভ মাঝে মধ্যে বাবার ফোন নিয়ে গেমস খেলতো। গত মঙ্গলবার সৌরভ ও তাঁর ছোট বোন তমা রানির মধ্যে বাবার মুঠোফোন নিয়ে কাড়াকাড়ির একপর্যায়ে পাকার মেঝেতে পরে গ্লাস ভেঙে যায়। বাবা বিমল রায় রাগ দেখিয়ে সৌরভের হাত থেকে মুঠোফোনটি কেড়ে নেন।

এতে অভিমান করে আজ সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ শয়ন ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর মা অনিতা রানি ছেলেকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ লাশ সৌরভের মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘ওই ঘটনায় থানায় অপ মৃত্যুর মামলা হয়েছে। গ্রামবাসীর কাছে ঘটনাটি শুনে মরদেহের সৎকারে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের এখনই সচেতন হওয়া উচিত যাতে শিশুরা মুঠোফোনে গেমস না খেলে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ