হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শনিবার গাইবান্ধার ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ কর্মসূচির আয়োজন করে গাইবান্ধা নাগরিক মঞ্চ। 

এ সময় বক্তারা বলেন, উন্নয়নের ক্ষেত্রে গাইবান্ধা বরাবরই বঞ্চিত থেকেছে। এ শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী অন্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে। সাঁকোয়া ব্রিজসংলগ্ন এলাকায় ইপিজেড হলে রাজপথ, রেলপথ, নৌপথ ও হেলিপ্যাডের বিদ্যমান সুবিধা পাওয়া যাবে। সব মিলিয়ে সাঁকোয়া এলাকায় ইপিজেড বাস্তবায়নের উপযোগী বলে দাবি তাঁদের। 

এ ছাড়া জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র টানেল নির্মাণ, শহরের যানজট নিরসন এবং সদর হাসপাতালে চিকিৎসাব্যবস্থা উন্নয়নের দাবি জানান তাঁরা। 

নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সদস্য সচিব মোরশেদ হাসান দীপন, সদর উপজেলা আদিবাসী–বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, মো. ফারুক কবির, সদস্য সচিব কুশলাশিস চক্রবর্তী, মোহাম্মদ আলী প্রামাণিক প্রমুখ।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা