হোম > সারা দেশ > রংপুর

৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর কল, আটক বখাটের অর্থদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁর ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মিথিলা সরকার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এ সাজা দেওয়া হয়। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামে। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম চিত্তরঞ্জন বর্মণ চিরঞ্জিত (২০)। তিনি একই গ্রামের সুকারু বর্মণের ছেলে। 

পুলিশ বলছে, ওই গ্রামের প্রবীর সরকারের স্কুল পড়ুয়া মেয়ে মিথিলা সরকারকে (১৬) স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন চিরঞ্জিত নামের ওই যুবক। বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিলেন। উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে অভিযোগ করে মিথিলা সরকার। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিত্তরঞ্জন নামের ওই যুবককে আটক করা হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত চিত্তরঞ্জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। 

থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুপুরে ৯৯৯ থেকে ওই স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ভ্রাম্যমাণ আদালতে বখাটে ওই যুবকের সাজা দেওয়া হয়।’ 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ