হোম > সারা দেশ > রংপুর

৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর কল, আটক বখাটের অর্থদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ৯৯৯ এ স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁর ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। মিথিলা সরকার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় এ সাজা দেওয়া হয়। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটেছে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের দাদুরিয়া গ্রামে। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম চিত্তরঞ্জন বর্মণ চিরঞ্জিত (২০)। তিনি একই গ্রামের সুকারু বর্মণের ছেলে। 

পুলিশ বলছে, ওই গ্রামের প্রবীর সরকারের স্কুল পড়ুয়া মেয়ে মিথিলা সরকারকে (১৬) স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন চিরঞ্জিত নামের ওই যুবক। বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাবও দিয়ে আসছিলেন। উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে অভিযোগ করে মিথিলা সরকার। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিত্তরঞ্জন নামের ওই যুবককে আটক করা হয়। 

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার সেখানে উপস্থিত হন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত চিত্তরঞ্জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। 

থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুপুরে ৯৯৯ থেকে ওই স্কুল শিক্ষার্থীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ভ্রাম্যমাণ আদালতে বখাটে ওই যুবকের সাজা দেওয়া হয়।’ 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা