হোম > সারা দেশ > রংপুর

রংপুরে গৃহকর্মীর মরদেহ মিলল স্কুলের টয়লেটের ছাদে

রংপুর প্রতিনিধি

রংপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে গৃহকর্মী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই তরুণীর নাম মৌসুমী আক্তার (১৯)। নিহত মৌসুমী নগরীর নজিরের হাট এলাকার মোস্তাফিজার রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় এক পুলিশ পরিদর্শকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকারকে থানায় নিয়েছে পুলিশ। 

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্সিপাড়া পাঠশালা এলাকায় কুড়িগ্রামে কর্মরত পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের বাসায় আট মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন মৌসুমী। সোমবার সকালে ওই বাসার সঙ্গেই মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে মৃত অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।’ 

পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মৌসুমীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার