হোম > সারা দেশ > রংপুর

রংপুরে গৃহকর্মীর মরদেহ মিলল স্কুলের টয়লেটের ছাদে

রংপুর প্রতিনিধি

রংপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে গৃহকর্মী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই তরুণীর নাম মৌসুমী আক্তার (১৯)। নিহত মৌসুমী নগরীর নজিরের হাট এলাকার মোস্তাফিজার রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় এক পুলিশ পরিদর্শকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কেয়ারটেকারকে থানায় নিয়েছে পুলিশ। 

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্সিপাড়া পাঠশালা এলাকায় কুড়িগ্রামে কর্মরত পুলিশের পরিদর্শক মইনুল ইসলামের বাসায় আট মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন মৌসুমী। সোমবার সকালে ওই বাসার সঙ্গেই মুন্সিপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের ছাদ থেকে মৃত অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।’ 

পুলিশ কর্মকর্তা আবু মারুফ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় বাসার কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মৌসুমীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলে কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা