হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকচাপায় নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি ট্রাক গোবিন্দগঞ্জে শহরের জাহানারা মার্কেটের সামনে ওই নারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পরে যান। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ওই নারী প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার