হোম > সারা দেশ > রংপুর

মোটরসাইকেলযোগে চা খেতে যাচ্ছিল দুই বন্ধু, ট্রাকচাপায় নিহত একজন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজসংলগ্ন এলাকায় ট্রাকচাপায় দশম শ্রেণি পড়ুয়া এক মোটরসাইকেল আরোহী কিশোর মারা গেছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে মাটিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত করবেন (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত কিশোরের নাম সাদমান সাদিক (১৬)। সে শহরের বানিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদের ছেলে। দুর্ঘটনায় সাদিকের বন্ধু হিমু (১৬) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত সাদিকের খালাতো ভাই রোমান জানান, সন্ধ্যার পর হিমু ও সাদিক মোটরসাইকেলে করে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চা খাওয়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় মাটিকাটা মোড়ে বিপরীতরদিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মাসুদুর রহমান বলেন, কয়লা বোঝাই ট্রাক চাপায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ