রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কাউনিয়ায় সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেপ্তার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামন থেকে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুলাই আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা চালিয়ে হত্যার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে বৃহস্পতিবার সন্ধ্যার পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হারাগাছ থানার পাশে স্কুলের সামন থেকে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে আটক করে।