হোম > সারা দেশ > দিনাজপুর

ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা, দুই পা হারালেন যুবক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ছেড়ে যাওয়া ট্রেনে দৌড়ে ওঠার সময় ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। 

ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে। 

জানা গেছে, রোববার রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্ল্যাটফর্মে থামে। সেখানে যাত্রী ওঠানামার পর ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। এ সময় ফিরোজ কবির ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টা করলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে গেলে পা দুটি বিচ্ছিন্ন হয় যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার পারভেজ বলেন, ওই যুবকের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিতে মানসিক ভারসাম্যহীন যুবক কাটা পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে পার্বতীপুর ও রেফারিকে জানিয়ে দিই। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার দুটি পা কাটা পড়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ