হোম > সারা দেশ > রংপুর

শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের হারাগাছে পাঁপড় দেওয়ার লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ করেছে ১৪ বছর বয়সী স্কুলছাত্র বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। 

জানা যায়, রংপুরের হারাগাছ থানাধীন তকেয়ারপাড় বানিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। 

মামলার বরাত দিয়ে হারাগাছ থানার উপপরিদর্শক এসআই আব্দুর ছবুর খন্দকার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে পাঁপড় দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে স্কুলছাত্র। পরদিন শিশুটি অসুস্থ বোধ করলে ঘটনাটি তার মাকে জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটির মা বাদী হয়ে হারাগাছ থানায় অভিযোগ দায়ের করেন। 
 
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মামলা দায়েরের ৪৪ ঘণ্টার মধ্যে গতকাল অভিযুক্ত স্কুলছাত্রকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। 

ওসি আরও বলেন, আজ দুপুরে ওই স্কুলছাত্রকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা