হোম > সারা দেশ > নীলফামারী

ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী আমাদের সন্তান: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নিহত সবুজ আলী ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী দাবি করে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা আওয়ামী লীগ। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সংবাদ সম্মেলনে দাবি করা হয় বিএনপি-জামাত শিবিরের বর্বরোচিত হামলায় সবুজ আলী নিহত হয়েছেন। 

এ সময় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘সবুজ আলী আমাদের সন্তান। একজন দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন ভ্যান চালক, যার ভাই ঢাকায় গার্মেন্টসের একজন শ্রমিক। সবুজ আলীকে ঘিরে ওই পরিবারের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কিন্তু এক নিমেষে নিভে গেল। একজন ছাত্রলীগের কর্মীকে কারা হত্যা করতে পারে। নিশ্চয় দেশ বিরোধী শক্তি। যারা ৭১ এ এই দেশের বিরোধিতা করেছে, যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে, অবরোধে রাজনীতি করে, হত্যার রাজনীতি করে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল। যারা জঙ্গিবাদের জন্ম দিয়েছে। যে জঙ্গিবাদের শিকার সারা বাংলাদেশে নানান ঘটনা ঘটেছে। এমনকি আমাদের নীলফামারীর রামগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটিও সেই জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক রয়েছে।’ 

এ সময় সাংবাদিকদের আসাদুজ্জামান নূর বলেন, ‘আপনাদের কোনো মিডিয়াতে পরশুদিন এমন কোনো সংবাদ পাই নাই এখানে কোনো মৃত্যু ঘটেছে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, বাংলাদেশের মার্কিন দূতাবাস তারা ঘোষণা দিল এখানে দুজন নিহত হয়েছেন। কি কারণে এ বিষয়ে তাদের এত আগ্রহ কেন। নির্বাচনের আগেও তাদের অতিমাত্রায় আগ্রহ লক্ষ্য করেছি। এখন আবার তারা মাঠে নেমেছেন। এসব কিছুর মধ্যে একটা যোগসূত্র রয়েছে। আজকে আমাদের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্র লক্ষ্য করছি। আমরা দেশবাসীকে বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করি।’ 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমতাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। 

আরও উপস্থিত ছিলেন—জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যেতির্ময় রায় খোকন ও শান্তনা চক্রবর্তী প্রমুখ। ওই সংবাদ সম্মেলন থেকে সবুজ আলী হত্যার বিচার দাবিতে বুধবার জেলা শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ