হোম > সারা দেশ > রংপুর

বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে বিরুদ্ধে সদর থানায় অভিযোগটি দায়ের করেন রকিবুল হাসান খান নামের একজন আইনজীবী। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাদীর অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট বিএনপির এক কর্মসূচির বক্তৃতায় এবং ৬ সেপ্টেম্বর অপর এক জনসভায় আসাদুল হাবিব দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর চেয়ে ড. ইউনূসকে হাজার গুণ বেশি মানুষ চেনেন বলেও মন্তব্য করেন। যা বিএনপি মিডিয়া সেল নামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দুলুর ওই বক্তব্য জাতির পিতার বিরুদ্ধে অসম্মানজনক ও ব্যঙ্গাত্মক প্রচারণার মাধ্যমে প্রোপাগান্ডা চালানো ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। 

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ