হোম > সারা দেশ > রংপুর

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

রংপুর প্রতিনিধি

রংপুরে দলের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ-অভ্যুত্থান হয়েছে।’

আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নুরুল হক নুর এ কথা বলেন।

এ সময় ভিপি নুর বলেন, জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারে একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নুরুল হক নুর বলেন, ‘যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, স্বাধীন সার্বভৌম একটি দেশকে ভারতের তাঁবেদার বানিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড