কুড়িগ্রামে অসহায় মানুষের জন্য চালু হয়েছে এক টাকার রেস্টুরেন্ট। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে রেস্টুরেন্টের উদ্বোধন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। উদ্বোধনের দিন পাঁচ শতাধিক অসহায় মানুষ একবেলার আহার করেন।
জানা গেছে, এক টাকার রেস্টুরেন্টের খাবারের মধ্যে ছিল মাছ, মাংস, ডিমসহ ১২ ধরনের খাবার। আগন্তুকেরা নিজেদের পছন্দমতো খাবার খেয়েছেন মাত্র এক টাকায়।
খাবার খেয়ে রমিজুল ইসলাম বলেন, ‘এক টাকায় এত খাবার খায়া খুব খুশি। খুব যত্ন নিয়া খাবার খাওয়াইছে।’