হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে রেলের স্লিপার ক্লিপ খোলার সময় আটক ২, নাশকতার ধারণা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীতে মধ্যরাতে রেললাইনের স্লিপার ক্লিপ খোলার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় তাঁদের কাছে পাওয়া ১৬টি ক্লিপসহ তাঁদের পুলিশে দেওয়া হয়। 

রেল কর্তৃপক্ষ বলছে, নাশকতার উদ্দেশ্যে ক্লিপগুলো খুলছিলেন তাঁরা। 

আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুল ইসলাম। এর আগে গভীর রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন—সোনারায় ইউনিয়নের জয়চণ্ডী পুঁটিহাট এলাকার শহিদুল ইসলামের ছেলে আল আমিন (২৬) ও উত্তর মুসশুর কুখাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে বেলাল। তারা দুজনই স্থানীয় কলেজ থেকে ডিগ্রি (সম্মান) পাস করেছেন। 

পুলিশ বলছে, আটক দুজন উচ্চশিক্ষিত বেকার যুবক। ওই দিন রাতে তাঁরা রেললাইনের ফাঁকা জায়গায় ক্লিপ খুলছিলেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। 

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা বলেন, ‘যদি স্থানীয়রা বিষয়টি না দেখতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত। আমার ধারণা, ওই দুই যুবক নাশকতার উদ্দেশ্যেই ক্লিপগুলো খুলেছে।’ 

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এম নুরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে তাঁদের উদ্দেশ্য নাশকতা, নাকি অন্য কিছু। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা