হোম > সারা দেশ > দিনাজপুর

অটোরিকশা চুরি মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫, মালপত্র উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৌর ছাত্রদলের সদস্যসচিব কাশেম পাপ্পুসহ অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চোরাই অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের মন্টু মিঞার ছেলে রাশেদ হোসেন ওরফে রাসেল, তেঁতুলিয়া গ্রামের আবুল কালামের ছেলে কাশেম পাপ্পু, বারোকোনা গ্রামের জবেদুল ইসলামের ছেলে মো. সেলিম, তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সামিউল আলম রতন। তাঁদের মধ্যে কাশেম পাপ্পু পৌর ছাত্রদলের সদস্যসচিব।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান বলেন, ‘ব্যক্তির জন্য দলের সুনাম নষ্ট হতে দেওয়া হবে না। কাশেম পাপ্পু যে কাজ করেছে, তার বিষয়টি জেলা সভাপতি ও সম্পাদক অবগত রয়েছেন। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, ৪ মে পৌর এলাকার কাঁটাবাড়ি বাংলা স্কুলের সামনে থেকে অটোরিকশাচালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিরামপুর উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের মজিবর রহমানের ছেলে শাহিন রানা ৬ জনের নামে ফুলবাড়ী থানায় মামলা করেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইজিবাইকের ৬টি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক অনেক অভিযোগ রয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ