হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রনেতার ওপর হামলা

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

জাহিদ হাসান জীবন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাহিদ জানিয়েছেন, রাতে দুলাভাইসহ গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে খেয়াঘাট বাজার এলাকায় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি জানান, হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

জাহিদ ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ আলীর ছেলে।

জাহিদ বলেন, ‘রাতে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি আমাদের পথ রোধ করেন। তাঁদের একজন হঠাৎ আমার মাথায় আঘাত করেন। পরে হেলমেট খুলে আঘাতের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যান।’ তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বর্তমানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নিয়ে কাজ করছি। সেই সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা এক মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে হামলাটি প্রতিহিংসামূলক হতে পারে।’ তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা