হোম > সারা দেশ > রংপুর

বিএনপি-জামায়াত আজ জনবিচ্ছিন্ন: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী জেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

আসাদুজ্জামান নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন উদ্ভাবনের দরজা খুলে যাচ্ছে, বাংলার মানুষ এক সমৃদ্ধ জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র ঘৃন্যভাবে প্রত্যাখ্যান করেছে, তারা আজ জনবিচ্ছিন্ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ 

জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক। 

আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুবলীগের সহসভাপতি সুধীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল প্রমুখ। 

এতে জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার ৩০ জন দুস্থ নারীর কর্মসংস্থার সৃষ্টিতে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। জেলার ছয় উপজেলার নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ