হোম > সারা দেশ > রংপুর

বিএনপি-জামায়াত আজ জনবিচ্ছিন্ন: আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নীলফামারী জেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

আসাদুজ্জামান নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, নতুন নতুন উদ্ভাবনের দরজা খুলে যাচ্ছে, বাংলার মানুষ এক সমৃদ্ধ জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী বিএনপি-জামায়াত অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করছে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র ঘৃন্যভাবে প্রত্যাখ্যান করেছে, তারা আজ জনবিচ্ছিন্ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ 

জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা দেন—জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক। 

আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুবলীগের সহসভাপতি সুধীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল প্রমুখ। 

এতে জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার ৩০ জন দুস্থ নারীর কর্মসংস্থার সৃষ্টিতে ৩০টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি। জেলার ছয় উপজেলার নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড