কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে আবু সাঈদ (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাঈদ ওই গ্ৰামের রেজাউল করিমের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি উঠানে খেলাধুলার একপর্যায়ে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে পড়ে যায়। এ সময় শিশুর মা ও পরিবারের অন্যরা ধান শুকাতে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মহিলা গর্তের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুকুল বিকাশ রায় শোভন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সচেতনতার অভাবে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটেছে। এটা আসলেই দুঃখজনক। এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।