হোম > সারা দেশ > রংপুর

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল সৈকত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মো. সৈকত। সে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তাঁর এই পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সৈকতের বাবা হৃদ্‌রোগে মারা গেছেন। বাড়িতে বাবার লাশ রেখে সে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। এতে সৈকতকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।

পরীক্ষায় সৈকতের অংশ নেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ। তিনি বলেন, ‘সৈকত মাহানপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণের পরেও সে আজ বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।’

মো. সৈকত আজ সকালে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. শফিউল আলম সুরুজের ছেলে। সুরুজ মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য।

মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান গোপাল দেব শর্মা বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য শফিউল আলম সুরুজ গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদ্‌রোগে নিজ বাসায় মারা যান। তাঁর জানাজা বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ছেলে সৈকতকে সাধুবাদ জানান ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা। এ ছাড়া প্রতিবেশীরা মনোবল ধরে রেখে সামনের পরীক্ষাগুলোতে তাকে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেই সঙ্গে সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড