হোম > সারা দেশ > রংপুর

অটোচালক হত্যা মামলা: মোবাইল ফোনের সূত্র ধরে ৭ আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে অটোরিকশাচালক মো. রিফাত হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। হত্যাকাণ্ডের ২১ দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে গত সোম ও মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। হত্যার সঙ্গে জড়িত দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বুধবার শহরের হাজীপাড়ায় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, ঘটনার দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রিফাত। সকাল ১০টার দিকে শহরের আর্ট গ্যালারি থেকে রিফাতের অটোরিকশাটি ভাড়া করে রুহিয়া এলাকায় ঘুরতে যান হত্যাকাণ্ডে জড়িত রবিউল ও কামরুল।

সন্ধ্যা হয়ে গেলে আরেকটু ঘুরতে চেয়ে সময় নেন। আগের ভাড়া ৬০০ টাকাসহ আরও ৪০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে রুহিয়া কুজিশহর এলাকার পথে রওনা হন তাঁরা। অন্ধকারে নির্জন স্থানে রিফাতের গলায় চুরি চালিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যান দুজন।

এ ঘটনায় রিফাতের বাবা শহরের গোয়ালপাড়া মহল্লার বাসিন্দা নূর আলম বাদী হয়ে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করে পিবিআই। গত সোম ও মঙ্গলবার রাতে পঞ্চগড় থেকে হত্যায় জড়িত দুজনসহ ছিনতাই হওয়া অটোরিকশা কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদরের জিয়াবাড়ি সর্দারপাড়ার রবিউল ইসলাম, একই উপজেলার ভূতমারী গ্রামের কামরুল হাসান এবং অটোরিকশা চোর চক্রের সদস্য একই জেলার এরাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, অতুল বর্মণ ও নাছির উদ্দিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার