হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে ‘নিজের গুলিতে’ পুলিশ সদস্যের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে গুলিবিদ্ধ হয়ে ফিরোজ আহম্মেদ (২৮) নামের এক পুলিশ সদস্যের (কনস্টেবল) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় শহরের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসংলগ্ন পঞ্চগড় শাখা সোনালী ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ফিরোজ আহম্মেদ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিজের কাছে থাকা রাইফেলের গুলিতে ফিরোজ আহম্মেদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফিরোজ আহম্মেদের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত পুলিশ সদস্যের পরিবারকে ঘটনা জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা নাম প্রকাশ না করে জানান, রাতে ব্যাংকের ভেতরে গার্ডরুমে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ফিরোজ আহম্মেদ। আকস্মিক বিকট শব্দ শুনে তাঁরা ভেতরে গিয়ে দেখেন ফিরোজ গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আমির হোসেন বলেন, গভীর রাতে গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থান থেকে তখন রক্ত বের হচ্ছিল। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু