হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় বেলা বাড়ার সঙ্গে বেড়েছে নারী ভোটারদের উপস্থিতি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের খানসামা উপজেলায় চলছে ভোট গ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। 

দুপুর ১২টার দিকে কায়েমপুর উচ্চবিদ্যালয়, জোয়ার প্রাথমিক বিদ্যালয় ও খামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বাড়ছে। স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে খুশি নারী ভোটাররা। 

খামারপাড়া ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা আলেয়া খাতুনের সঙ্গে কথা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের মাইকিং শুনে নাতনির বায়না ভোটকেন্দ্র দেখতে যাবে, তাই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্র এসেছি। সেই সঙ্গে নিজের ভোটও দিলাম।’ 

ভোট দেওয়া শেষে মমতাজ বেগম নামে আরেক ভোটার বলেন, ‘আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।’ 

জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার ঘণ্টায় সাতটি বুথে ৫৭২টির মতো ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৫৮৪ জন। কাস্টিং ভোটের মধ্যে নারী ভোটার অর্ধেক। 

জানা গেছে, খানসামা উপজেলায় ছয়টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও নারী ৭২ হাজার ৭৮২ জন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ