হোম > সারা দেশ > রংপুর

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

লালমনিরহাট প্রতিনিধি 

আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের চাতাল ও গুদাম। ছবি: আজকের পত্রিকা

দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।

জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম। ক্ষমতার প্রভাব দেখিয়ে সিরাজুল তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।

আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালায়।

এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী।

ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’

কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন।’

অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’

টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ