হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজু (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সাজু শহরের নিমবাগান এলাকার জাবেদ আলীর ছেলে। সে স্থানীয় কয়ানিজপায়াড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মতির মোড়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাজু। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে পুকুরে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ওই পুকুর থেকে সাজুকে উদ্ধার করে। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাজুর বাবা জাবেদ আলী বলেন, ‘তিন ছেলেমেয়ের মধ্যে সাজু সবার ছোট। আমরা সব সময় তাকে চোখেচোখেই রাখি। কিন্তু আজ বাড়িতে থাকা লোকজনের চোখ ফাঁকি দিয়ে কখন যে বন্ধুদের সঙ্গে গোসল করতে গেছে তা কারওই জানা নেই।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ