হোম > সারা দেশ > রংপুর

ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ: সঞ্জীব কুমার ভাট্টি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

‘ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং গভীর। বাংলাদেশ-ভারত পার্শ্ববর্তী দেশ নয়। ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। এ দুই দেশের মতো বিশ্বের অন্যান্য পার্শ্ববর্তী দেশের এমন সম্পর্ক নাই।’ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি এসব কথা বলেন। 

আজ মঙ্গলবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে তকিপল বাজার শ্রীশ্রী কালীমন্দির কমিটির আয়োজনে তকিপল বাজার মাঠে স্বেচ্ছায় রক্তদান ও গীতাবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সঞ্জীব কুমার ভাট্টি বলেন, মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাঁদের জন্য ভারতে এখনো চিকিৎসা সুবিধা রয়েছে। 

সহকারী হাইকমিশনার আরও বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে অনেক স্থলবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। শিগগিরই বন্ধ থাকা স্থলবন্দরগুলো চালু হবে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

সঞ্জীব কুমার ভাট্টি আরও বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য রয়েছে। মানুষ মানুষের সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে।’ সঞ্জীব কুমার ভাট্টি নিজেও স্বেচ্ছায় রক্ত দান করেন। 

তকিপল বাজার শ্রীশ্রী কালীমন্দির কমিটির সভাপতি গণেশ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রবি সোমানী, শ্রীশ্রী কালীমন্দিরের সম্পাদক কমল কুমার সরকার, কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অভয় চন্দ্র বর্মণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক পরেশ চক্রবর্তী প্রমুখ। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ