হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আকতার হোসেন (৬৮) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তি ওই আবাসন এলাকার নিরাপত্তা প্রহরী। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ভিকটিম শহরের ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার বাসিন্দা। ঘটনার দিন (রোববার) শিশুটি সকাল আনুমানিক ৮টার সময় নাশতার জন্য বাজার থেকে পরোটা নিয়ে ফিরছিল। এ সময় নিরাপত্তা প্রহরী আকতার হোসেন শিশুটিকে ঘরের ভেতরে ডাকে। কিন্তু শিশুটি ঘরের ভেতরে যেতে না চাইলে আকতার জোরপূর্বক তাকে ভেতরে নিয়ে যায়। 

এ সময় ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার করলে আকতার হোসেন তার মুখ চেপে ধরে এবং সে এ ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় শিশুটি আকতার হোসেনকে ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে দৌড়ে কোয়ার্টারে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্ত আকতার হোসেনকে থানায় নিয়ে আসে। 

ওসি মো. শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার বিষয়ে ভুক্তভোগীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ