হোম > সারা দেশ > রংপুর

গুলিতে নিহত বাংলাদেশির লাশ ৩ দিন পর ফেরত দিল বিএসএফ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গুলিতে নিহত বাংলাদেশি নুর জামালের (৪০) লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বেউরঝাড়ী ক্যাম্পের ৩৮০ নম্বর পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের বৈঠক শেষে লাশ হস্তান্তর করা হয়।

নিহত নুর জামাল উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুর ইসলামের ছোট ভাই।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত উপজেলার আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডংগা) বলেন, ভারতের সোনামতি কোম্পানি কমান্ডার টিসি রাজীব চন্দ্র রায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রায় মোহন দুই দেশের সীমান্তের আইনি প্রক্রিয়া সম্পাদনের পর নিহতের বড় ভাই নবিরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।

এ সময় বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান, শামীম ফেরদৌস, আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সামসুল আলম উপস্থিত ছিলেন। পরে দাফনের জন্য নুর জামালের লাশ স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ।

আজ বুধবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে নুর জামালের লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত রোববার রাত ১টার দিকে বিএসএফের গুলিতে নিহত নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২/৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুর জামাল।

এ ঘটনায় গত সোমবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ