হোম > সারা দেশ > লালমনিরহাট

ছয় ভারতীয় আটক: ‘পিছনে ফিরলে গুলি করব’

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশনে আটক ছয় ভারতীয়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশনে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে এদের আটক করা হয়। এ ঘটনায় আজ সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২ নম্বরের ১ নম্বর উপপিলারের কাছে বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বুড়িমারী রেলস্টেশনের পাশে ভারতীয় নাগরিক থাকার খবর পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) বুড়িমারী কোম্পানির সদস্যরা অভিযান চালান। এ সময় ভারতের আসামের দরং জেলার দলগাঁও গ্রামের মৃত নবী হোসেনের ছেলে কিসমত আলী (৬৫), একই জেলার নৌহাটি গ্রামের মৃত নুরনবী হোসেনের ছেলে রহমত আলী (৬০), গোলাঘাট জেলার মেরাপানি ইসলামপুর গ্রামের মজিবতের ছেলে আব্দুল গফুর (৫০), নিজাম উদ্দিনের মেয়ে হাফিজা বেগম (৩৫), আমীর উদ্দিনের মেয়ে নুরেজা বেগম এবং একই জেলার জামগুড়ি গ্রামের মৃত সেলিম উদ্দিন আহমেদের ছেলে নিজাম আহমেদকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা দাবি করেছেন, ভারতের আসামে বিভিন্ন জেলা ও থানায় দীর্ঘদিন থেকে বসবাস করা শত শত মুসলিম নারী-পুরুষকে বিভিন্ন সময় আটক করে দেশটির পুলিশ। ২৫ মে অবৈধ বাংলাদেশি হিসেবে আটক করে পুলিশ তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে। পরে ২৮ মে গভীর রাতে ভারতের ৭৮ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায়। কিসমত আলী বলেন, ‘আমার জন্মস্থান জায়গা নৌহাটি আসাম। আমার আই কার্ড (ভোটার পরিচয়পত্র), প্যান কার্ড, আধার কার্ড সব আছে। বাড়িঘর সব আছে। তথাপিও আমাকে বাংলাদেশি বানানো হয়েছে। দুই বছর জেল খেটেছি।’

রহমত আলী (৬০) বলেন, ‘ভারতীয় হিসেবে আমাদের সব পরিচয় কার্ড আছে। তারপরেও অনেক নির্যাতন করা হচ্ছে। রাতে জোর করে বিএসএফ সীমান্তের গেট দিয়ে পার করে দিয়ে বলেছে, পিছনে ফিরলে গুলি করবে। আমরা ভয়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশে ঢুকেছি।’

এ ব্যাপারে বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাশেম বলেন, ‘ভারতীয়দের পুশ ইন করা হয়েছে। এ ঘটনায় বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। আমরা আটক ভারতীয়দের সকল ডকুমেন্ট সংগ্রহ করে বিএসএফকে দিয়েছি। তারা বলেছে, ভারতীয় পুলিশের মাধ্যমে তথ্য নিয়ে শনিবার (৩১ মে) সকালে জানাবে। যদি ভারতীয় হয় তাহলে ফেরত নিবে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস